Tuesday, October 15, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গদেওর ও বৌদির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য কালনায়

দেওর ও বৌদির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য কালনায়

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দেওর ও বৌদির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো সোমবার সকালে। কালনা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা মহাকুমা হসপিটালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিদ্যুতের হাই টেনশন লাইন যাওয়া একটি বড় টাওয়ারের মধ্যে সোমবার সকালে দুজনেরই ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় এলাকার বাসিন্দারা। এরপরই পুলিশকে খবর দেয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে কালনা হসপিটালে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। জানা গিয়েছে কালনা থানার অন্তর্গত বৃদ্ধ পাড়া এলাকার বাসিন্দা অপর্ণা সোরেন এবং তার খুড়তোত দেওয়ার কৃষ্ণ সরেনের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। গৃহবধূর ওই দেওর ও বিবাহিত বলে জানা গিয়েছে। গত তিনদিন আগে তারা পালিয়েও গিয়েছিল এরপরই সোমবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে দুজনেরই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments