নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ডিপ টিউবয়েল কিংবা সাবমার্সিবল চালানোর সময় যে জল অপচয় হয় সেই জল অপচয় রোধ করার জন্য এবার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রটেক্টর হিসেবে ‘ স্প্রিংলার’ দিয়ে যাতে সেই জল অপচয় রোধ করা যায় সেই জন্যই রায়না ২ ব্লক আলমপুর এডিও অফিস থেকে স্প্রিংলার পাইপ দেওয়া হল। বাংলা কৃষি সিঞ্চন যোজনার আওতায় পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য ক্ষুদ্র-সেচ সুবিধা স্থাপন করেছে যার ফলে এটি কৃষিক্ষেত্রে জলের প্রয়োজনীয়তা পূরণ করবে, সর্বোপরি জলের অপচয় রোধে কার্যকর হবে। স্প্রিংলার সেচ এবং ড্রিপ সেচ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় মেশিনগুলো বসাতে বেশ খরচ হয়। কিন্তু দরিদ্র কৃষকদের পক্ষে আর্থিক ভাবে মেশিনগুলি বসানো সম্ভব নয়। তাই রাজ্য সরকারের তরফে সমস্ত মেশিন বিনামূল্যে প্রদান করা হচ্ছে। মঙ্গলবার রায়না দুই নম্বর ব্লকের ৭জন কৃষকের হাতে স্প্রিংলার প্রযুক্তি তুলে দেওয়া হল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়না দু’নম্বর ব্লকের কর্মীরা সহ রায়না দু’নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর অভিজিৎ দুয়ারী, রায়না দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন সহ অনেকেই। রায়না ২ নং ব্লকের সহ কৃষি অধিকর্তা ডা: অভিজিৎ দুয়ারি জানান, আগামী বোরো মরশুমে এর প্রয়োগ করতে পারবেন চাষিরা। অনুসেচের ক্ষেত্রে বিশেষ উপকার হবে। উপকৃত কৃষক উদয় পাল জানান, এবারেই এই সুযোগে পেলাম। এজন্য সরকারকে ধন্যবাদ।
পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন জানান,কৃষিতে বিপ্লব ঘটছে। স্প্রিংলার সেকাজে সহায়ক হবে।
