সার্থক কুমার দে,অন্ডালঃ অন্ডাল ব্লকের পারিবারিক লক্ষ্মীপূজো গুলির মধ্যে অন্যতম হলো উখরা গ্রামের দাসমোদক,রায় পরিবারের পুজো। পুজো গুলির সাথে জড়িয়ে আছে পরিবারের ঐতিহ্য ও পরম্পরা। দুর্গা পূজার মতো বাঙালির পারিবারিক লক্ষ্মী পূজার ইতিহাসও বেশ পুরনো। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বহু বাঙালির ঘরে ঘটা করে পূজোর আয়োজন হয়। খনি অঞ্চলের অন্ডাল ব্লকের উখরা গ্রামে রয়েছে এ রকমই বেশ কয়েকটি পুরনো পারিবারিক পুজো। যার মধ্যে অন্যতম দাসমোদক ও রায় পরিবারের লক্ষ্মী পূজো। গ্রামের সৌমণ্ডল পাড়ায় দাসমোদক পরিবারের পুজো এবার পড়লো ৮৬ তম বর্ষে। ১৯৩৭ সালে এই পুজোটির সূচনা করেন পরিবারের পূর্বপুরুষ পূর্ণচন্দ্র দাসমোদক। পূর্ণচন্দ্র বাবু ছিলেন যাত্রা অভিনেতা। অভিনয়ের জন্য ঘুরে বেড়াতেন বিভিন্ন জায়গায়। ঘর সংসারে তার খুব একটা মনোযোগ ছিল না। ঘরে মনোনিবেশের জন্য জামাতা পূর্ণচন্দ্রের জন্য সৌমন্ডল পাড়ায় শ্বশুরবাড়ির তরফ থেকে নতুন একটি বাড়ি তৈরি করে দেওয়া হয়। নতুন ঘরে সেই বছর থেকেই লক্ষ্মীপুজোর প্রচলন শুরু হয়। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন দাসমোদক পরিবারে লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি পূজিত হন। পুজোর আড়াই দিন পর হয় প্রতিমা বিসর্জন। অন্যদিকে উখরা শুকোপাড়ায় প্রায় ১০০ বছরের অধিক সময় ধরে হয়ে আসছে রায় পরিবারে লক্ষ্মী পূজার আয়োজন। পরিবারের আদি পুরুষ প্রাণবল্লব রায় এই পুজটির সূচনা করেন। সূচনাকালে পুজো হতো মাটির সরাতে আঁকা লক্ষ্মীর প্রতিকৃতিতে। ৬৯ বছর আগে রায় পরিবারে বধু হয়ে আসেন মীরা রায়। সাথে বাপের বাড়ি থেকে নিয়ে আসেন রুপোর একটি লক্ষ্মী মূর্তি। তখন থেকে মাটির সরা মূর্তির পাশাপাশি রুপোর লক্ষ্মী মূর্তি একসাথে পুজিত হয়। মীরা দেবী জানান অতীতে আত্মীয় পরিজন প্রতিবেশীদের নেমন্তন্ন করে ভোগ খাওয়ানো হতো। এখন সেই পরম্পরা বন্ধ হয়ে গেলেও সাড়াম্বরে বাড়িতে লক্ষ্মী পূজার আয়োজন হয়।
ঐতিহ্য পরম্পরা মেনে দাসমোদক,রায় পরিবারে লক্ষী পুজোর আয়োজন
RELATED ARTICLES