Friday, June 13, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গবঙ্গ মনীষীদের শ্রদ্ধা জানিয়ে বলাকা মণিমেলার বিশেষ অনুষ্ঠান

বঙ্গ মনীষীদের শ্রদ্ধা জানিয়ে বলাকা মণিমেলার বিশেষ অনুষ্ঠান

প্রণয় রায়,দুর্গাপুরঃ ইস্পাতনগরীর অন্যতম শিশু সংগঠন বলাকা মণিমেলা এ বছর ৫৩ তম বর্ষে পদার্পণ করল। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এই সংগঠনের প্রয়াস প্রশংসার দাবি রাখে। আজকাল শিশুদের শৈশব হারিয়ে গেছে। শৈশব হারানো শিশুদের  শৈশবকে ফিরিয়ে দিতে এই শিশু সংগঠনগুলো নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। বলাকা মনিমেলা তার মধ্যে অন্যতম। এই মনিমেলায় একশোর বেশি শিশু, কিশোর কিশোরীরা প্রতিদিন বিকেলে ড্রিল,ব্রতচারী,লোকনৃত্য সহ বিভিন্ন খেলাধুলোয় অংশ নেয়। এবার এই শিশু সংগঠনটি  রবীন্দ্র-নজরুল, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল সহ অন্যান্য বঙ্গ মনীষীদের গান ও কবিতা নিয়ে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই মনিমেলারই প্রাক্তন মনি বোন ও বর্তমানে কবি,গল্পকার ও সমাজসেবী সোনালী দাসবক্সি। বেদের স্তোত্রপাঠ সহ আনন্দলোকে মঙ্গলালোকে এই রবীন্দ্র সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রবীন্দ্রনাথ,নজরুল দ্বিজেন্দ্রলাল,অতুল প্রসাদ সহ বিভিন্ন বঙ্গ মনীষীদের লেখা গান ও কবিতা নিয়ে শিশুরা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করে। বলাকা মনিমালার পরিচালকমন্ডলীর পক্ষে সোমনাথ ঘোষ বলেন, “এই মনিমেলায় সারা বছর ধরেই শিশুদের নিয়ে খেলাধুলো ছাড়াও বিভিন্ন কর্মকান্ড অনুষ্ঠিত হয়। পড়াশোনার বাইরে  শিশুদের সুকুমার বৃত্তিগুলিকে বিকাশিত করে তোলাই তাদের লক্ষ্য”। প্রসঙ্গতঃ এক সময় সারা দুর্গাপুর জুড়ে এই ধরনের বহু শিশু সংগঠন থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে অধিকাংশ সংগঠনই বন্ধ হয়ে গেছে। তারমধ্যেও যে কয়েকটি সংগঠন শিশু চরিত্র গঠনের কাজ করে চলেছে,তারমধ্যে অন্যতম হল এই বলাকা মণিমেলা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments