নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সব কিছু ঠিক থাকলে আগামী পাঁচ ছ মাসের মধ্যে পূর্ব বর্ধমানের তালিত রেলগেটের ওপরে উড়ালপুলের কাজ শুরু হয়ে যাবে। মঙ্গলবার পরিদর্শনে এসে একথা জানালেন সাংসদ কীর্তি আজাদ। তিনি আরো জানান, রাজ্য সরকারের তরফে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। যারা জমি দিয়েছেন তাদের দ্রুত ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে। সেই টাকা দ্রুত দিয়ে দেওয়া হবে। তিনি এদিন উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার জন্য রেলমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকেই দায়ি করেন। তালিতে রেল ওভারব্রিজ নিয়ে টানাপোড়েন দীর্ঘদিনের। বর্ধমান বোলপুর জাতীয় সড়কের উপর এই রাস্তায় প্রচুর চাপ থাকে। আশেপাশের লোকালয়ে বাস করেন অসংখ্য মানুষ। রেলগেট বন্ধ থাকায় বিরাট ক্ষতি এমনকি জীবনহানিও ঘটেছে। কয়েকদিন আগেও একবার এখানে এসেছিলেন। আজও এসে রেলের দুই আধিকারিকের সাথে বৈঠক করলেন সাংসদ কীর্তি আজাদ। তিনি জানান, আধিকারিকরা খুব আন্তরিক। রেলের নির্মাণ আধিকারিক প্রলয় চক্রবর্তী জানান, আগামী তিন মাসের মধ্যে জমিদাতাদের পাওনা মিটিয়ে জমি হাতে পেয়ে যাবেন বলে তাদের আশা। তবে এই কাজ শেষ হতে ২০২৬ এর ফেব্রুয়ারী হয়ে যাবে বলেও জানান তিনি। অন্য আধিকারিক জানান, এটি চার লেনের ওভারব্রিজ হবে। মোট দৈর্ঘ্য হবে ২.১৯৫ কিলোমিটার। এর মধ্যে অ্যাপ্রোচ রোড থাকবে।তিনি জানান, এর মোট নির্মাণ ব্যয় হবে ১১৬ কোটি টাকার মত। অন্যদিকে এই উড়ালপুল নিয়ে রাজনৈতিক তরজা জমে উঠেছে। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা দাবি করেছেন, পূর্বতন বিজেপি সাংসদ এস এস আহলুওয়ালিয়া এই কাজ অনুমোদন করিয়েছিলেন। তিনি এই নিয়ে লাগাতার চেষ্টা করে গেছেন। নির্বাচন থাকায় সেভাবে কাজ শুরু হয়নি।২০২১ এই এর কাজ শুরু হবার কথা।রাজ্য সরকারের সদিচ্ছা থাকতে হয়। সয়েল টেস্ট সহ অন্যান্য কাজ আগেই শুরু হয়ে গিয়েছিল।তাই সাংসদ যা ভাবছেন তিনি এসেই বাজিমাত করে দিয়েছেন ঘটনা তেমন নয়। রেলও কাজ শুরু হয়ে গেছে দাবি করেছে। একথা জানানো হলে সাংসদ কীর্তি আজাদ তখন বলেন, হ্যাঁ। কাজ শুরু হয়ে গেছে। বাকি কাজও তাড়াতাড়ি হোক এটাই চাই৷
তালিত রেলগেটের ওপরে উড়ালপুলের কাজ শীঘ্রই শুরু হয়ে যাবে
RELATED ARTICLES