নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ৯ বারের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার মরদেহ পৌঁছাল বাঁকুড়ায়। গতকালই হায়দ্রাবাদ থেকে বিমানে বাসুদেব আচারিয়ার মরদেহ নিয়ে আসা হয় কলকাতায়। আজ সকালে সড়কপথে কলকাতা থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় পুরুলিয়ায়। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার পথে বেলা ১১ টা ২০ নাগাদ বাসুদেব আচারিয়ার মরদেহ পৌঁছায় বাঁকুড়ার পুয়াবাগানে। সেখানে সিপিএম সহ বিভিন্ন বাম দল ও গন সংগঠনের নেতৃত্ব, কর্মী, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের তরফে বাসুদেব আচারিয়ার মরদেহে শ্রদ্ধা জানানো হয়। প্রায় পনেরো মিনিট ধরে শ্রদ্ধাজ্ঞাপন চলে। পরে ইন্টার ন্যাশানাল গানের সাথে সাথে মিছিল করে সিপিএম এর দলীয় কর্মীরা বাসুদেব আচারিয়াকে শেষ বিদায় জানান। এরপরই বাসুদেব আচারিয়ার শববাহী শকট পুরুলিয়ার উদ্যেশ্যে রওনা দেয়।
বাঁকুড়ায় বাসুদেব আচারিয়াকে শেষ শ্রদ্ধা দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষের
RELATED ARTICLES