নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ বেসরকারি কারখানায় কাজের দাবি! ঠিকাদারের অফিস ঘেরাও করে বিক্ষোভ এলাকার বেকার যুবকদের। যার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। উল্লেখ্য, কয়েকদিন আগে দুর্গাপুরের নামো সগড়ভাঙার একটি বেসরকারি কারখানার গেটের সামনে কাজের দাবিতে বিক্ষোভে নেমেছিলেন বিজেপির সমর্থিত এলাকার কিছু বেকার যুবক। আর রবিবার দুর্গাপুরের সঞ্জীব সরণিতে ওই কারখানার ঠিকাদারের অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়েন ২৮ এবং ২৯ নং ওয়ার্ডের বেকার যুবকদের একাংশ। তারা ওই ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের মধ্যে সুমিত সিং নামে এক বেকার যুবকের অভিযোগ,ওই বেসরকারি কারখানা কর্তৃপক্ষের কাছে কাজের দাবি করতে গেলে তারা এই ঠিকাদারের কাছে গিয়ে বলার কথা জানিয়েছেন। তাই তারা এই ঠিকাদারের কাছে এসেছেন কাজের দাবিতে। কিন্তু এই ঠিকাদার এবিষয়ে কোন সদুত্তর না দিয়ে পাল্টা বলেন,কাজ তিনি দিতে পারেন না। কাজ কারখানা কর্তৃপক্ষই দিতে পারেন। তার কাছে বিক্ষোভ করে কোন লাভ নেই। কারখানার সামনে বিক্ষোভ দেখানোর কথা জানান তিনি। এদিকে বেকার যুবকরা বলেছেন,যতক্ষণ না পর্যন্ত তাদের কাজ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁরা ঠিকাদারের বাড়ির সামনে বসে থাকবেন। ফলে এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
বেসরকারি কারখানায় কাজের দাবিতে ঠিকাদারের অফিস ঘেরাও করে বিক্ষোভ
RELATED ARTICLES