Tuesday, October 15, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গভেষজ আবির ও রং তৈরীর কর্মশালা

ভেষজ আবির ও রং তৈরীর কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১৬ এপ্রিল: আর কয়েকদিন পরেই দোল উতসব। বিগত কয়েকবছর ধরেই দোলে কেমিক্যাল রং ব্যবহার না করা নিয়ে সচেতনতা যেমন বেড়েছে, তেমনি ভেষজ রংয়ের দাম নিয়েও কপালে চিন্তার ভাঁজ বেড়েছে আমজনতার। যদিও ক্রমশই ভেষজ আবির বা রংয়ের বাজারও তুঙ্গে উঠেছে। এমতবস্থায় দোলের প্রাক্কালে জৈব আবির তৈরী করে আয়ের সুযোগ তৈরী করতে এবং দূষণহীন বসন্ত উৎসব উদযাপনের লক্ষ্যে সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে ও এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির আয়োজিত হল বর্ধমানের বোরহাট এলাকায়। এই শিবিরের উদ্যোক্তা সন্দীপন সরকার জানিয়েছেন, “বিভিন্ন প্রকার শাক সব্জীর অবশিষ্টাংশ ও ফুল থেকে অতি সামান্য খরচে জৈব আবির তৈরীর পদ্ধতি ও তা বিক্রীর পথ নিয়ে এদিন আলোচনা হয়। শতাধিক মহিলা এদিন উপস্থিত ছিলেন। এই বছর বেশ কিছু বাণিজ্যিক দোল উৎসবের আয়োজকদের জৈব আবির উৎসব প্রাঙ্গণে ব্যবহারের জন্য আবেদন জানিয়েছেন তাঁরা। লোকসভা ভোট পরবর্তী ফলাফলের পরেও এই আবির ব্যবহারের জন্যও রাজনৈতিক দলগুলির কাছে তাঁরা আবেদন জানাবেন। প্রশিক্ষণে আসা গোষ্ঠির মহিলা মন্ডল , রিম্পা ঘোষরা জানিয়েছেন “এর ফলে কিছুটা হলেও পরিবেশ দূষণ রোধ করা যাবে। একইসঙ্গে তাঁদের সামান্য কিছু রোজগারের সুযোগও হবে। এই একই বিষয়ের উপর এদিন অন্য আর একটি সংস্থার উদ্যোগে ‘শনিবারের চর্চা’ শীর্ষক অনলাইন কর্মশালা আয়োজিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments