নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন এবং দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ তাদের প্রকল্প সম্প্রসারণের লক্ষ্যে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় থাকা তাদের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারে নেমেছে। বিগত বেশ কয়েক মাস ধরে তাদের এই উচ্ছেদ অভিযান ঘিরে দুর্গাপুরের একাধিক এলাকায় জমি দখল করে থাকা বস্তিবাসীরা বাধা দিয়ে চলেছে। ফলে অশান্তির সৃষ্টি হচ্ছে। তারা পুনর্বাসনের দাবিতে অনড় থাকায় প্রকল্প সম্প্রসারণের কাজে বাধা পেতে হচ্ছে ডি টি পি এস এবং ডি এস পি কর্তৃপক্ষকে। লোকসভা নির্বাচনের জন্য কিছুদিন কাজ স্থগিত রাখার পর দুর্গাপুরে ভোট মিটতেই ফের জমি উদ্ধারের কাজ শুরু করেছে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ। কিন্তু শুরুতেই আবারও তাদের কাজে বাধা হয়ে দাঁড়ালো স্থানীয় বস্তিবাসীরা। জানা গেছে, সোমবার শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের তামলা, চাষিপাড়া এলাকায় নির্মীয়মাণ পাঁচিলের কাজ পরিদর্শনে গিয়েছিলেন ডি এস পি আধিকারিকেরা। অভিযোগ, তাঁদের দেখে প্রথমে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা তাঁদের আশ্বস্ত করেন, আপাতত তাঁদের বসবাসের জায়গায় পাঁচিল দেওয়া হবে না। তা সত্ত্বেও তাঁরা ক্ষোভ জানাতে থাকায় দু’পক্ষের মধ্যে বচসা হয়। পাঁচিলের কিছুটা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। এর পরে তৃণমূলের নেতা দীনেশ যাদবের নেতৃত্বে দলীয় কর্মীরা সেখানে যান। তাঁদের সঙ্গেও বচসা হয় ডিএসপি-র আধিকারিকদের। শেষে তাঁরা সেখান থেকে চলে যান। জানা গিয়েছে, কারখানার সম্প্রসারণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ২০৩০ সাল নাগাদ কাজ শেষ হওয়ার কথা। কিন্তু বারবার এভাবে বাধার সম্মুখীন হতে থাকায় দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) সম্প্রসারণ প্রকল্পের ভবিষ্যত প্রশ্নের মুখে পড়ছে।
বারবার বাধার সম্মুখীন হতে থাকায় দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সম্প্রসারণ প্রকল্পের ভবিষ্যত নিয়ে উঠছে প্রশ্ন
RELATED ARTICLES