সংবাদদাতা,দুর্গাপুর,২৫ সেপ্টেম্বরঃ একাধিক দাবিতে ডিএসপির ইডি অফিসের সামনে বিক্ষোভ দেখালো ডিএসপির আইএনটিইউসি অনুমোদিত শ্রমিক সংগঠন হিন্দুস্থান স্টীল ওয়ার্কাস ইউনিয়ন। পুজো বোনাস,বকেয়া ৩৯ মাসের এরিয়ার,লিঙ্ক রোড,ডিএসপি ২ নম্বর গেটের রাস্তাঘাট ও প্ল্যান্টের ভেতর ও বাইরের রাস্তাঘাট অবিলম্বে মেরামত,আরআইএস -০৭,ইনসেনটিভ রিভিউ,শূন্য পদগুলিতে অবিলম্বে স্থায়ী কর্মী নিয়োগ সহ মোট আট দফা দাবিতে এদিন ইডি (ওয়ার্কস) কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় হিন্দুস্থান স্টীল ওয়ার্কাস ইউনিয়নের সদস্যরা। এছাড়া অবিলম্বে এনজিসি এর মৌ চুক্তির বকেয়া ইস্যু গুলিকে সমাধান করার জোরালো দাবি জানানো হয়। ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত এ বছর পুজো বোনাস রীতি মেনেই ৫৮০০০ টাকা শ্রমিকদের দেওয়ার জন্য দাবি জানান। রজত বাবু অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই শহরের এবং কারখানার ভেতরের রাস্তা বেহাল হয়ে রয়েছে। কর্তৃপক্ষ নজর দিচ্ছে না। ফলে বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। তিনি অবিলম্বে শ্রমিকদের বিভিন্ন দাবি গুলির সমস্যার সমাধান নিয়ে কর্তৃপক্ষকে সব ইউনিয়ন গুলিকে নিয়ে বৈঠক ডাকার দাবি জানান। এদিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও দেখা যায় আইএনটিইউসি নেতা কর্মীরা বিক্ষোভে সামিল হন। অন্যদের মধ্যে এখানে বক্তব্য রাখেন ইউনিয়নের কার্যকরী সভাপতি পরেশ কর্মকার, সাংগঠনিক সম্পাদক রবীন গাঙ্গুলি। উপস্থিত ছিলেন রানা সরকার,অসীম মোসান, উৎপল দে,কৌশিক ব্যানার্জি, শান্তনু ভট্টাচার্য, অভিজিৎ সিনহা,বরুণ দাস,মিলন সিংহ,শুভঙ্কর বোস প্রমুখ। বিক্ষোভ সভার পর এক প্রতিনিধি দল ডিএসপির ইডি (ওয়ার্কস) দীপ্নেন্দু ঘোষ এর সাথে দেখা করে তার হাতে ইউনিয়নের দাবি সংবলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। তিনি দাবির বিষয়গুলি বিবেচনার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলে জানান।
পুজো বোনাস সহ আট দফা দাবিতে আইএনটিইউসি’র বিক্ষোভ
RELATED ARTICLES