Saturday, July 27, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গফের খনি দুর্ঘটনায় মৃত্যু,ইসিএলের গাফিলতির অভিযোগে বিক্ষোভ

ফের খনি দুর্ঘটনায় মৃত্যু,ইসিএলের গাফিলতির অভিযোগে বিক্ষোভ

অন্ডাল,১৯ অক্টোবরঃ কয়লা খনিতে ফের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটল। ধসের কারনে এবার মৃত্যু হল সারদাচরণ মহান্তি  নামে এক কোলেয়ারি সর্দারের।দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও দুই খনি শ্রমিক। অভিযোগ ঘটনার পর আহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে যেতে গাফিলতি করে ইসিএল কর্তৃপক্ষ। তার প্রতিবাদে বিক্ষোভ শুরু করে দেয় খনি শ্রমিকরা। ব্যাপক উত্তেজনা ছড়ায় কেন্দা এরিয়ার নর্থ জামবাদ কোলিয়ারিতে। বৃহস্পতিবার সকালে কোলিয়ারি সর্দার সারদাচরণ মহান্তি এবং দুই খনি শ্রমিক আশুতোষ মাঝি ও মনোজ কুমার ভূঁইয়ার ওপর খনির চাঙ্গর ভেঙে পড়ে। সহকর্মীরা খনি কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরেও দীর্ঘ সময় লেগে যায় স্ট্রেচার  আনতে। ততক্ষণে বস্তায় করে খনিগহ্বর থেকে উপরে নিয়ে আসা হয় আহতদের। খনি শ্রমিকরা অভিযোগ তোলেন  কর্তৃপক্ষের গাফিলতির কারনেই বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে। জানা গেছে,পর্যাপ্ত স্ট্রেচার না থাকায় দুর্ঘটনার কবলে পড়ার দীর্ঘ সময় পরও খনিগহ্বর থেকে তুলে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ঘটনার পর সেখানে পৌঁছায় ইসিএলের আধিকারিকরা। দীর্ঘ সময় পর তিনজনকেই প্রথমে খনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে সারদাচরণকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা করা তাকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রমিক সংগঠনের নেতারা। বাম শ্রমিক সংগঠনের এরিয়া সম্পাদক জানান, ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই ধরনের ঘটনা বারে বারে ঘটছে।কোলেয়ারী ম্যানেজার তারকেশ্বর সিং স্ট্রেচার না থাকার অভিযোগ মানতে চাননি। তবে নিরাপত্তাজনিত নজরদারি বাড়ানো হবে তিনি আশ্বাস দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments