Saturday, July 27, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুজোতে দেবী দুর্গার চরণে শেখ বাবরের চাষ করা পদ্মফুল

দুর্গাপুজোতে দেবী দুর্গার চরণে শেখ বাবরের চাষ করা পদ্মফুল

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপুজো। এই দুর্গাপুজোতেই দেবী দুর্গার চরণে শোভা পাবে ইসলাম ধর্মাবলম্বী এক পদ্ম চাষীর চাষ করা পদ্মফুল। পদ্মফুল চাষের সঙ্গে যুক্ত ছিলেন দাদারা। ছোটবেলা থেকে পদ্মফুল চাষ করতেন সকলে একত্রিত হয়ে। তবে দাদারা মারা যাওয়ার পর সেই পুরনো জীবন জীবিকা ছেড়ে দেননি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বৈয়াইচণ্ডী এলাকার পদ্মফুল চাষী শেখ বাবর।  দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি পদ্মফুল চাষ করে আসছেন। বিভিন্ন পুজোতে প্রয়োজন হয় পদ্মফুলের। কাজেই বছরভর চাহিদা রয়েছে পদ্মের। তবে দুর্গাপুজোর মরসুমের দিকেই বেশি তাকিয়ে থাকেন পদ্মফুল চাষিরা। নিজের হাতে ফোটানো পদ্মফুল মা দুর্গার চরণে পড়বে,এই ভেবে ভালোই লাগছে শেখ বাবরের। তিনি বলেন, ধর্ম সবই এক, তার চাষ করা পদ্মফুল পড়ে দেবী দুর্গার পায়ে। এতে অসুবিধা কি আছে!  এই দিয়েই তো সংসার চলে। মুসলিম ধর্মের মানুষ হয়েও তাঁর হাতে ফোটানো পদ্ম ফুল দিয়েই দুর্গা ঠাকুরের পুজো হয়। খুব ভালো লাগে।এই জন্য অনেকেই তাকে ভক্তি করে ভালোবাসে। পুকুর পরিষ্কার করে পদ্ম চাষ করতে হয় চৈত্র মাস থেকে। দিতে হয় সার সহ বিভিন্ন ওষুধপত্র। আবার জ্যৈষ্ঠ আষাঢ় মাসে গাছ পুরনো হয়ে গেলে সেই গাছ কেটে ফেলে দিয়ে নতুন করে পদ্ম চাষ করা হয়। তবে এবার টানা পাঁচ ছ’দিন ধরে নিম্নচাপের বৃষ্টিতেই বেশ ক্ষতি হয়েছে পদ্ম চাষে। পদ্ম ফুলের ফলন কম হওয়ায় এবার লাভ অনেকটা কম হবে বলে মনে করছেন শেখ বাবর।  সব মিলিয়ে ১১ টা পুকুরে পদ্ম ফুলের চাষ করেছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments