নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ফের হাতির হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি বাঁকুড়ার উত্তর বনবিভাগের বড়জোড়া রেঞ্জের শ্যামপুর গ্রামে। শনিবার সকালে শৌচকর্ম সারতে যাওয়ার সময় জঙ্গল থেকে খাবারের খোঁজে বেরিয়ে আসা বুনো হাতির মুখোমুখি পড়ে যান তিনি। নাগালে পেয়ে ওই ব্যক্তিকে পা দিয়ে থেঁতলে মারে দাঁতালটি। বনদপ্তর সূত্রে খবর মৃত ওই ব্যক্তির নাম কালিপদ বাউরী (৫৯। ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ও ক্ষোভে ছড়িয়েছে। অভিযোগ গত প্রায় এক বছর ধরে একটি বুনো হাতির দল ওই এলাকায় ঘাঁটি গেড়ে বসেছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই দলের সংখ্যাগরিষ্ঠ হাতি ফেরত যায় পশ্চিম মেদিনীপুরে। বনদপ্তর সূত্রে খবর তারপরেও বেশ কয়েকটি দলছুট হাতি এই এলাকায় রয়ে গিয়েছে। শ্যামপুর,ডাকাইসিনি, পাবয়া জঙ্গলে ঘোরাফেরা করছে হাতিগুলি। এদিন একটি বুনো হাতি শ্যামপুরের জঙ্গল থেকে বেরিয়ে জঙ্গল লাগোয়া গ্রামে ঢুকে পড়ে। শৌচকর্ম সারতে যাওয়ার সময পৌঢ় হাতিটির মুখোমুখি পড়ে যান। খবর পেয়ে বনদপ্তর ও পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে।
হাতির হানায় মৃত্যু বৃদ্ধের, এলাকায় আতঙ্ক, ক্ষোভ
RELATED ARTICLES