টিভি৭ নিউজ ডেস্ক,১০ মার্চঃ বিজেপির দখলে থাকা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার কি শাসকদলের প্রার্থী হতে চলেছেন ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ক্রিকেটের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য কীর্তি আজাদ? অবশেষে এই জল্পনার অবসান হল ব্রিগেডে। কয়েকদিন আগেই দিল্লি থেকে অন্ডাল বিমান বন্দরে নামার পরই তাকে ঘিরে তৃণমূল নেতাদের উচ্ছ্বাসের ঘটনাতেই ধরে নেওয়া হয়েছিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে এই প্রাক্তন ক্রিকেটারকেই প্রার্থী করতে চলেছে তৃণমূল। অবশেষে রবিবাসরীয় ব্রিগেডে জনগর্জন সভা থেকেই সেই প্রত্যাশিত ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসানসোল কেন্দ্রে আগেই শত্রুঘ্ন সিনহার নাম জানিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ব্রিগেডের সভায় দলের পক্ষ থেকেও আসানসোল কেন্দ্রে তার নামই ঘোষণা করা হয়। এদিন রাজ্যের ৪২টি আসনেরই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। কীর্তি আজাদ ছাড়াও আরও এক ক্রিকেটারকে প্রার্থী করেছে তৃণমূল। তিনি হলেন কলকাতা নাইট রাইডার্সে খেলা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। কংগ্রেসের অধীর চৌধুরীকে চ্যালেঞ্জ জানাতে ইউসুফকে বহরমপুর আসনে প্রার্থী করা হয়েছে।
এই দুই চমক ছাড়াও এবার মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে বাদ দিয়ে দিদি নং ১ রচনা ব্যানার্জীকে প্রার্থী করা হয়েছে হুগলীতে। টলিউডের আর এক নায়িকা জুন মালিয়াকেও মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। আর তৃণমূলের যুব শাখার নেত্রী সায়নী ঘোষকে লোকসভায় প্রার্থী করা হয়েছে যাদবপুর কেন্দ্রে।
এক নজরে বাংলার ৪২ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী-
কোচবিহার – জগদীশচন্দ্র বসুনিয়া
আলিপুরদুয়ার – প্রকাশচিক বরাইক
জলপাইগুড়ি – নির্মলচন্দ্র রায়
দার্জিলিং – গোপাল লামা
রায়গঞ্জ – কৃষ্ণ কল্যানী
বালুরঘাট – বিপ্লব মিত্র
মালদা (উত্তর) – প্রসূন বন্দ্যোপাধ্যায়
মালদা (দক্ষিণ) – শাহনাওয়াজ আলি রেহমান
জঙ্গিপুর – খলিলুর রহমান
বহরমপুর – ইউসুফ পাঠান
মুর্শিদাবাদ – আবু তাহের খান
কৃষ্ণনগর – মহুয়া মৈত্র
রানাঘাট – মুকুটমণি অধিকারী
বনগাঁ –বিশ্বজিৎ দাস
ব্যারাকপুর – পার্থ ভৌমিক
দমদম – সৌগত রায়
বারাসাত – ডাঃ কাকলি ঘোষ দস্তিদার
বসিরহাট – হাজি নুরুল ইসলাম
জয়নগর – প্রতিমা মণ্ডল
মথুরাপুর – বাপি হালদার
ডায়মন্ড হারবার – অভিষেক বন্দ্যোপাধ্যায়
যাদবপুর – সায়নী ঘোষ
কলকাতা (দক্ষিণ) – মালা রায়
কলকাতা (উত্তর) – সুদীপ বন্দ্যোপাধ্যায়
হাওড়া – প্রসূন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া – সাজদা আহমেদ
শ্রীরামপুর – কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হুগলি – রচনা বন্দ্যোপাধ্যায়
আরামবাগ – মিতালি বাগ
তমলুক – দেবাংশু ভট্টাচার্য
কাঁথি – উত্তম বারিক
ঘাটাল – দীপক অধিকারী (দেব)
ঝাড়গ্রাম – কালিপদ সোরেন
মেদিনীপুর – জুন মালিয়া
পুরুলিয়া – শান্তিরাম মাহাতো
বাঁকুড়া – অরূপ চক্রবর্তী
বিষ্ণুপুর – সুজাতা মণ্ডল খান
বর্ধমান পূর্ব – শর্মিলা সরকার
বর্ধমান দুর্গাপুর – কীর্তি আজাদ
আসানসোল – শত্রুঘ্ন সিনহা
বোলপুর – অসিত মাল
বীরভূম – শতাব্দী রায়