সার্থক কুমার দে,পাণ্ডবেশ্বরঃ মিত্র পরিবারের পূর্ব পুরুষদের বসবাস ছিল মুর্শিদাবাদের কান্দির বেলুঠি গ্রামে। সেখানে থাকাকালীন দুর্গাপুজোর সূচনা হয় মিত্র পরিবারে। সেখানে ২০ বছর দুর্গাপুজো করার পর,পূর্ব পুরুষ দামোদর মিত্র ছোড়া গ্রামে এসে দুর্গাপুজো শুরু করেন। ছোড়া গ্রামে আসার কারণ,দামোদর মিত্ররা ছিলেন চার ভাই ও এক বোন। বোন শর্মিষ্ঠা মিত্র পরমাসুন্দরী হওয়ায় মুর্শিদাবাদের নবাবের নজরে পরে। এই অবস্থায় দামোদর মিত্র বোন শর্মিষ্ঠাকে নিয়ে ছোড়া গ্রামে চলে আসেন এবং এখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। এই সময় থেকেই মিত্র পরিবারের দুর্গাপুজো ছোড়া গ্রামে শুরু হয়। মিত্র বাড়ির দুর্গাপুজোর বৈশিষ্ট হলো এখানে পশুবলি হয় না। পুজো হয় বৈষ্ণব মতে। সপ্তমী অষ্টমীতে চাল কুমড়ো বলি হয় এবং নবমীতে চাল কুমড়ো ও আখ বলি হয়। সপ্তমীর দিন পুকুরে নবপত্রিকা স্নান করানো হয় এবং তিনটি বারি নিয়ে আসা হয় মন্দিরে। অতি প্রাচীন মিত্র পরিবারের পুজো প্রায় ৩৫০ বছর অতিবাহিত হলো। এর মধ্যে ছোড়া গ্রামে ৩৩০ বছর ও মুর্শিদাবাদে ২০ বছর। সময় সুচির সাথে মিলিয়ে অতি নিষ্ঠার ও পরম্পরার সাথে পুজো করা হয়। বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের পর মন্দির প্রাঙ্গনে সকলে বিজয়ার প্রণাম সারেন এবং শ্রীশ্রী দুর্গার ১০৮ বার নাম লেখেন। তারপর বাড়ি বাড়ি গিয়ে গুরুজনদের প্রণাম ও শুভেচ্ছা বিনিময়ের সাথে মিষ্টি মুখ করা হয়।
মিত্র বাড়ির দুর্গাপুজোর সাথে জড়িয়ে আছে পরম্পরা ও অতীত ইতিহাস
RELATED ARTICLES