Thursday, December 5, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গ‘বদলা’র পর এবার ‘জ্বালিয়ে দেব’- হুমকী তৃণমূলের

‘বদলা’র পর এবার ‘জ্বালিয়ে দেব’- হুমকী তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ একা রামে রক্ষা নাই,তার আবার সুগ্রীব দোসর। বিধায়কের হুমকির পর এবার ব্লক সভাপতির হুঁশিয়ারি। ঘটনাস্থল সেই ভাতাড়। শনিবার পূর্ব বর্ধমানের ভাতাড় বাজারে তৃণমূল কংগ্রেসের মিছিল শেষে ভাতাড়ের বিধায়ক মানগোবিন্দ অধিকারী হুঁশিয়ারী দিয়েছিলেন ‘বদল নয়,এবার বদলা নেব’। আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ভাতাড় ব্লক  তৃণমূল কংগ্রেসের সভাপতি  বাসুদেব যশের হুমকি “একটা তৃণমূল কংগ্রেসের কর্মী যদি আক্রান্ত হয়,তাহলে একঘন্টার মধ্যে সেখানে জ্বালিয়ে দেবো”।  রবিবার দুপুরে ভাতাড়ের সাহেবগঞ্জে ব্লক তৃণমূল কংগ্রেসের সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি বাসুদেব যশ। তিনি বলেন, “সহ্যের একটা সীমা আছে। অনেক সহ্য করেছি। আমি তিন তিনবার এই সাহেবগঞ্জের বুকে মার খেয়েছি। আমিও কোনরকমে প্রাণে বেঁচেছি। আমরা মানুষের সঙ্গে আন্তরিক ভাবে মেলামেশা করি ও করবো। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সাহেবগঞ্জ অঞ্চলে ও ভাতাড় ব্লকের বেশ কয়েকটি জায়গায় উত্তপ্ত করার চেষ্টা করছে। আমি মেনে নেন না। আমরা জানি কিভাবে তা ঠাণ্ডা করতে হয়”। তিনি আরও বলেন,আমাদের বিধায়ক বলেছেন আমরা রাস্তায় আছি। কোথাও অশান্তি,দাঙ্গা চাই না। ৩৪ বছর ধরে লড়াই করে আজ এই জায়গায় পৌঁছেছি। আমরা শান্তি চাই। কিন্তু কেউ অশান্তি করলে তার ওষুধ আমাদের জানা আছে। আমরা সেই ওষুধ প্রয়োগ করবো। এখানে উল্লেখ্য বৃহস্পতিবার ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে “ইনসাফ যাত্রা” হয় ভাতাড়ে। তার প্রতিবাদে শনিবার বিকেলে বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নেতৃত্বে মিছিল করা হয়। সেখানে তিনি বলেন,এবার আর বদল নয়, ‘বদলা’ চাই। আর রবিবার আরো একধাপ উঠে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন, ‘জ্বালিয়ে দেবো’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments