Tuesday, May 21, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির তুঙ্গনাথে জাতীয় পতাকা উত্তোলন দুর্গাপুরের যুবকের

বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির তুঙ্গনাথে জাতীয় পতাকা উত্তোলন দুর্গাপুরের যুবকের

জয় লাহা,দুর্গাপুরঃ অখণ্ড ভারতের বার্তা এবং একই সঙ্গে নব প্রজন্মের মধ্যে হিন্দুত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে পঞ্চ কেদার ও পঞ্চ প্রয়াগ পরিভ্রমন করলেন সুব্রত ঘোষ নামে দুর্গাপুরের বিধাননগরের এক বাসিন্দা। এবারের স্বাধীনতা দিবসে বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির তুঙ্গনাথে গিয়ে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। নয়ের দশক থেকে সঙ্ঘ পরিবারের সঙ্গে যুক্ত এবং একজন সক্রিয় বিজেপিকর্মী। বিজেপি করার অপরাধে একাধিকবার অত্যাচারের শিকারও হয়েছেন। দফায় দফায় তাঁর পানের দোকানও ভাঙচুর হয়েছে। তার গাড়ীতে হামলা হয়েছে। তবুও দমেননি। গত বছর জুলাই মাসে রাজ্যের আক্রান্ত দলীয়কর্মী তথা হিন্দুদের মঙ্গল কামনায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পরিভ্রমন করেন সুব্রতবাবু। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের পাশাপাশি রূদ্রাভিষেক করেন তিনি। এবারে তিনি পঞ্চ কেদার ও পঞ্চ প্রয়াগ পরিভ্রমন করেন। গত ৩ আগষ্ট বাড়ী থেকে রওনা দেন সুব্রত ঘোষ। তার সঙ্গে ছিলেন বিজেপির যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি বীরবল রুইদাস। পঞ্চ প্রয়াগ হিন্দু ধর্মাবলম্বীদের একটি অভিব্যক্তি যা বিশেষ করে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়ের পাঁচটি পবিত্র নদীর সঙ্গমকে বোঝানো হয়। সংস্কৃতে প্রয়াগ অর্থ “নদীর মোহনার স্থান”। পাঁচটি প্রয়াগ হল উৎপত্তি ক্রমানুসারে বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ। এছাড়াও পঞ্চকেদার গুলি হল কেদারনাথ, মদমহেশ্বর, কল্পেশ্বর, রুদ্রনাথ আর তুঙ্গনাথ। প্রথমে তিনি পঞ্চ কেদারের উদ্দেশ্যে কেদারনাথ যান। সেখান থেকে বৈদ্যনাথ ধাম, কল্পেশ্বর, মদমহেশ্বর, রুদ্রনাথ যান। তারপর স্বাধীনতা দিবসের দিন তুঙ্গনাথ যান। তুঙ্গনাথ উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির এবং পঞ্চ কেদারের অন্যতম। এর উচ্চতা ১২০৭৩ ফুট। সুব্রতবাবু তাঁর অভিজ্ঞতা ও উদ্দেশ্য নিয়ে বলেন,” গোটা শ্রাবণ মাস ১৫ দিনের সফর ছিল। উদ্দেশ্য অখন্ড ভারত ও নব প্রজন্মের মধ্যে হিন্দুত্ববোধ জাগ্রত করা।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments