বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ হিমাচল প্রদেশের লাহুল থেকে জাস্করের পথে ওয়েস্ট সিংকুন পর্বতশৃঙ্গ জয় করলেন ৯ জন পর্বতারোহী। এরা প্রত্যেকে মাউন্টেনিয়ার অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন দুর্গাপুরের সদস্য। এই প্রথম দুর্গাপুর থেকে একদল পর্বতারোহী সিংকুন পর্বতশৃঙ্গ জয় করল। গত ১৩ আগষ্ট সকাল ছ’টার সময় ৬ হাজার ১২৭ মিটার উচুতে অবস্থিত সিংকুন শৃঙ্গে পৌঁছে সেখানে জাতীয় পতকা উত্তোলন করেন পর্বতারোহীরা। তারপরে সংগঠনের পতাকা উত্তোলন করে প্রায় ১৫ মিনিট শৃঙ্গে কাটিয়ে নেমে আসেন তারা। অসীম মন্ডল, জয়ন্তী চৌধুরী, রূপক দাস, মলয় গোপ, গজেন্দ্র রাই, শোনু কুমার ভকত, প্রবীন জয়সারা, রাহুল বাউড়ি ও পবিত্র পন্ডিত এই ন’জন পর্বতারোহী গত ৪ আগষ্ট সিংকুন পর্বতশৃঙ্গ জয় করার জন্য দুর্গাপুর থেকে রওনা দিয়েছিলেন। চন্ডীগড় হয়ে ৬ তারিখ তাঁরা মানালি পৌঁছান। ৮ তারিখ জিসপাতে রাত কাটিয়ে ৯ তারিখ বেস ক্যাম্পে আসেন। এরপর ১ ও ২ নম্বর ক্যাম্প হয়ে ১২ তারিখ রাত একটার সময় সিংকুনের উদ্দেশে রওনা দেন। পাঁচ ঘন্টা ট্রেকিং করে ১৩ তারিখ সকাল ছ’টার সময় সিংকুন পর্বতশৃঙ্গে পৌঁছায় দলটি। তবে যাত্রাপথ খুব একটা মসৃণ ছিল না। টিম লিডার অসীম মন্ডল বলেন, ‘কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান বরফ ছিল। কয়েকটা জায়গা আমারা দড়ির সাহায্যে অতিক্রম করেছি। এই শৃঙ্গ জয় করার ক্ষেত্রে প্রতিকূলতা ছিল আবহাওয়া। অন্যান্য শৃঙ্গ জয় করতে গিয়ে দেখেছি একদিন ক্যাম্পে থাকলে আবহাওয়ার সঙ্গে শরীরকে মানিয়ে নেওয়া যায়। কিন্তু এখানে কিছুতেই সেটা হচ্ছিল না। ক্রমশ শরীর অসুস্থ হয়ে পড়ছিল। তা সত্ত্বেও কিন্তু আমরা হাল ছাড়ি নি। সিংকুন পর্বতশৃঙ্গ জয় করে ফিরেছি।’ দলেরই সদস্য রাহুল বাউড়ি, প্রবীন জয়সারা, গজেন্দ্র রাইরা বলেন, ‘জনপ্রিয় পর্বতশৃঙ্গে যাওয়ার আগে রুট সম্বন্ধে অনেক তথ্য পাওয়া যায়। কিন্তু যে সব শৃঙ্গে পর্বতারোহীরা খুব একটা যায় না সেখানকার তথ্য জোগাড় করা সহজ নয়। ফলে জানা যায় না কোন জায়গায় বিপদ লুকিয়ে আছে। আগে যারা এখানে গিয়েছিলেন তাদের কাছ থেকে শুনে আর গুগুল থেকে সিংকুনের কিছু তথ্য সংগ্রহ করে ট্রেকিং শুরু করেছিলাম। এখানকার আবহাওয়া অত্যন্ত প্রতিকুল ছিল।’ পুরো দলটাই মানালিতে ফিরে এসেছে। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সেখানে আটকে রয়েছেন। সিংকুন পর্বতশৃঙ্গ জয়ের খবরে খুশি মাউন্টেনিয়ার অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন দুর্গাপুরের সদস্যরা। গত বছর এই সংগঠনের কয়েকজন সদস্য কেওরাং (২) পর্বতশৃঙ্গ জয় করেছিলেন। সংগঠনের সেক্রেটারি বিশ্বব্রত কুমার বলেন, ‘ গত কয়েক বছর ধরে দুর্গাপুর থেকে পর্বতারোহন যাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। পর পর দু’বছর আমাদের সংগঠনের সদস্যরা দুটি পর্বতশৃঙ্গ জয় করে নজির গড়েছেন। এই সাফল্য শিল্পনগরীর ছেলে মেয়েদের পর্বতারোহনে উদবুদ্ধ করবে।’ ২০ আগষ্ট এই পর্বতারোহী দলটি দুর্গাপুর ফিরছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই প্রথম দুর্গাপুরের পর্বতারোহী দল সিংকুন পর্বতশৃঙ্গ জয় করল
RELATED ARTICLES