Saturday, July 27, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গশেষ পর্যন্ত ভোট বয়কটের দাবীতে অনড়ই থাকলেন দিলালপুরের গ্রামবাসীরা

শেষ পর্যন্ত ভোট বয়কটের দাবীতে অনড়ই থাকলেন দিলালপুরের গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ কমিশনের প্রতিনিধিদের অনুরোধ,উপরোধ কিছুতেই বরফ গলে নি পূর্ব বর্ধমানের দিলালপুর গ্রামের বাসিন্দাদের। গ্রামের বাসিন্দারা রাস্তা ও পাকা সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন ভোট ঘোষণার প্রকাশের পরই। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের  মেমারির বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রামের বাসিন্দারা গ্রামের কোন রাজনৈতিক দলকে প্রচার করতে দেয় নি। দেওয়াল লিখন থেকে ব্যানার কিংবা পোস্টার কোন কিছুই পড়ে নি। এমনকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রামে ভোট প্রচার করতে গেলে বাধা দেন গ্রামবাসীরা। কয়েকদিন আগে গ্রামে যান কমিশনের প্রতিনিধিরা। তারাও দিলালপুরের গ্রামবাসীদের বোঝান। কিন্তু তবুও তারা অনড়। এদিন সকাল ১০ টা পর্যন্ত মাত্র ৫ টি ভোট পড়েছে। তার মধ্যে দুই দলের দুই এজেন্ট ও তিনটি ইডিসি ভোট। বাগিলা গ্রাম থেকে মেমারী বাজার আসার একমাত্র রাস্তার মাঝে রয়েছে একটি খাল এবং তার উপর ভগ্নপ্রায় কাঠের সেতু।দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি, প্রাণ হাতে করে গ্রামবাসীদের প্রতিনিয়তই পারাপার করতে হচ্ছে বলে গ্রামবাসীদের দাবী। আজ কেউ বুথ মুখী হননি। দিলালপুর গ্রামে ২৫২ নম্বর বুথে প্রায় ১৩০০ জন ভোটার রয়েছেন, সকাল থেকে ভোট কর্মী ও কেন্দ্র বাহিনী বুথে উপস্থিত থাকলেও ভোটারের কোন দেখা নেই। ভোট বয়কটের ডাক থেকে সরিয়ে আনতে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা  গ্রাম পরিদর্শনে যান। পূর্ব বর্ধমানের মেমারি থানার দিলালপুর গ্রামে ডিভিসি ক্যানেলের উপর কাঠের সেতু পাকা করার দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় এলাকাবাসীরা ভোট বয়কটের ডাক দিয়ে বিভিন্ন এলাকায় পোস্টার দেন। প্রচারে গেলে ফিরিয়ে দেওয়া হয় শাসকদলের নেতাদের। শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেমারি ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্যা বেরা, ডিইও শুভেন্দু সাঁই সহ অন্যান্য অফিসার, পুলিশ প্রশাসন সহ কেন্দ্রীয় বাহিনী এলাকা পরিদর্শন করেন এবং গ্রামবাসীদের ভোট দেওয়ার আহবান জানান। বিডিও এলাকা পরিদর্শন করে গ্রামবাসীদের দাবি যথাযথ বলে তিনি গ্রামবাসীদের বোঝান ভোট বয়কট সমাধান নয়। আপনারা ভোট দিয়ে নাগরিক হিসেবে দায়িত্ব পালন করুন। নির্বাচন মিটে গেলে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।  প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবার ভোট বয়কটের সিদ্ধান্ত নেন পূর্ব বর্ধমানের মেমারী বিধানসভার বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর সহ প্রায় ৫টি গ্রামের বাসিন্দারা। তারা একত্রিত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এলাকায় একটি কাঠের পুলের সংস্কার না হওয়ায় তাদের এই ক্ষোভ। প্রিজাইডিং অফিসার ধ্রুবজ্যোতি সেন বলেন, সকাল ১০ টা পর্যন্ত মাত্র ৫ টি ভোট পড়েছে।  বেলার পর বিশাল পুলিশ বাহিনী নিয়ে বিডিও শতরূপ দাস যান দিলালপুর গ্রামে। কিন্তু তাতে কোন কাজ হয় নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments