সার্থক কুমার দে,অন্ডালঃ “জল জীবন মিশন” প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে তৎপর হলো প্রশাসন। শুক্রবার অন্ডাল বিডিও অফিসে বিষয়টি বৈঠক হয়। পঞ্চায়েতে গুলির সাথে সমন্বয় বজায় রেখে পিএইচই দপ্তরকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন মহকুমা শাসক। রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের স্থায়ী সমাধান ও বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য “জল জীবন মিশন” প্রকল্পের কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি কলের সংযোগ দেওয়ার কাজ হয়েছে। কিছু এলাকায় এখনো বাকি রয়েছে। প্রতিটি পঞ্চায়েত এলাকায় নির্মাণ করা হচ্ছে একটি করে ওভারহেড ট্যাংকার। প্রকল্পেটির কাজের অগ্রগতি নিয়ে শুক্রবার অন্ডাল বিডিও অফিসে একটি বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন মহাকুমার শাসক সৌরভ চ্যাটার্জি, এলাকার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, বিডিও দেবাঞ্জন দত্ত, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক সুব্রত রায়, ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্যরা । বৈঠকটিতে “জল জীবন মিশন” প্রকল্পটির কাজ বর্তমানে কি অবস্থায় রয়েছে তা পর্যালোচনা করা হয়। জানুয়ারি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ যাতে সম্পূর্ণ হয় সেই বিষয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক কে তৎপর হতে বলেন মহকুমা শাসক। আধিকারিক সুব্রত রায় জানান প্রকল্পের ষাট শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে বাকি ৪০ শতাংশের কাজ চলছে। নির্দেশ মত সময়ের মধ্যেই বাকি কাজ শেষ হবে বলে জানান তিনি।
অন্ডাল ব্লকে ‘জল মিশন’ প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে প্রশাসনিক তৎপরতা
RELATED ARTICLES