প্রণয় রায়,দুর্গাপুর,১৯ মে: ১৯৬১ সালের ১৯ মে একমাত্র অসমিয়া ভাষাকে সরকারী ভাষা হিসেবে স্বীকৃতি দেবার বিপক্ষে সমগ্র অসমের বাঙালীরা শুরু করেন আন্দোলন। বাংলাভাষাকে সরকারী ভাষা হিসেবে স্বীকৃতি দেবার আন্দোলনে ১৯ মে শিলচরে এগারো জন ভাষা আন্দোলনকারী অসম পুলিশের গুলিতে নিজেদের জীবন আত্মাহুতি দেন। তাদের মধ্যে অন্যতম শহীদ সদ্য স্কুল পেরোনো ছাত্রী কমলা ভট্টাচার্য। বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেবার এই আন্দোলনে শহীদ হওয়া এগারো জন ভাষা শহীদদের স্মৃতিতে প্রতি বছর ১৯ মে ভাষা শহীদ দিবস পালিত হয়। আজ সকালে ইস্পাতনগরীর এডিসন রোডে ভাষা শহীদ স্মারক উদ্যানে শিলচরের ভাষা শহীদদের স্মৃতিতে ভাষা শহীদ স্মারক বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রচুর মানুষ।এদিন সুরেন চন্দ্র মডার্ন স্কুলে ভাষা শহীদ স্মারক বেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করেন মাতৃভাষা প্রেমীরা।
এই দিনটিকে স্মরণ করে সুরেন চন্দ্র মডার্ন স্কুলে শিল্প সাহিত্য পত্রিকা ভাষা শহীদ দিবস ও রবীন্দ্র নজরুল দিবস পালন করে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সোমনাথ ব্যানার্জি সহ শিল্পীবৃন্দ। দুর্গাপুরের কবিরা এই অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন। এই অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন শিল্প সাহিত্য পত্রিকার সম্পাদক রাজীব ঘাঁটি।
দুর্গাপুরে ভাষা শহীদ দিবস উদযাপিত
RELATED ARTICLES