Friday, November 22, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গনিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের বার্ষিক অধিবেশন

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের বার্ষিক অধিবেশন

সংবাদদাতা,দুর্গাপুরঃ ‘নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন’ এর দুর্গাপুর শাখার চুয়াল্লিশ তম বার্ষিক সাহিত্য অধিবেশনের আয়োজন করা হয় দুর্গাপুর সৃজনী প্রেক্ষাগৃহের বিপিন চন্দ্র পাল সভাকক্ষে। ‘মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা’ এই সঙ্গীতের মাধ্যমে প্রেক্ষাগৃহের বাইরে নিখিল ভারত বঙ্গ সঙ্গীত সম্মেলনের দুর্গাপুর শাখার পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রেক্ষাগৃহের ভেতরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্গাপুর শাখার সভাপতি  মিলনী সেনগুপ্ত,সংস্থার উপদেষ্টা ইন্দ্রজিৎ সেনগুপ্ত সহ বিশিষ্ট অতিথিরা। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। স্বাগত ভাষণে মিলনী সেনগুপ্ত এই সম্মেলনের সাফল্য কামনা করেন। অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, বাংলা ভাষা,বাংলার কৃষ্টি নিয়ে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন একশ দুই বছর ধরে যে প্রয়াস চালিয়ে যাচ্ছে দুর্গাপুর শাখা তার যথার্থ সহযোগীর কাজকরে চলেছে। তিনি প্রতুল মুখোপাধ্যায়ের বিখ্যাত গান ‘আমি বাংলায় গান গাই’ গেয়ে বাংলা ভাষার প্রতি তার ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত সংস্থার কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক অনিল ধর বলেন, দুর্গাপর শাখা সারা বছর ধরে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা সংস্কৃতির নিরন্তর উত্তোরণের প্রয়াস চালিয়ে যাচ্ছে। এছাড়াও বক্তব্য রাখেন মোহিত গঙ্গোপাধ্যায়। এখানে হীরক বন্দ্যোপাধ্যায়,ঝর্ণা মুখোপাধ্যায় ও ষষ্টীপদ পালকে বাংলা সাহিত্যে তাদের অবদানের জন্য পুরস্কৃত করা হয়। এরপর সারাদিন ধরে চলতে থাকে বাংলা সাহিত্য,গান ও কবিতার কখনও সমবেত আবার কখনও একক কোলাজ। এছাড়াও বাংলা গদ্য সাহিত্য ও কাব্য সাহিত্য নিয়ে এক মনোগ্রাহী আলোচনার আয়োজন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments